গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ঘুষ-দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ দেশের শিক্ষকদের এখন যে বেতন হয়েছে তাতে কোন দুর্নীতির প্রয়োজন হয় না। বর্তমান সরকার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী বেতন বাড়িয়েছেন, যা বিশ্বের ইতিহাসে বিরল। তাই সরকারি চাকরিজীবীদের সকল প্রকার অনিয়ম থেকে বিরত থাকতে হবে। আর যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরে প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু এদেশে প্রথম প্রাথমিক শিক্ষা ব্যাবস্থাকে জাতীয়করষ করেছেন। এরপরে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের বাকী সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। প্রাথমিক বিদ্যালয়ই শিক্ষার্থীদের ভীত গড়ার জায়গা। তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যথাযথভাবে শিক্ষার্থীরা শিক্ষিত না হলে, তারাই একদিন নয়ন বন্ড এবং ঐশী’র মত অপরাধীতে পরিণত হবে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ৮৮টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ১৩৩ টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫১:২৫ ১৬৯ বার পঠিত