ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
শনিবার, ৬ জুলাই ২০১৯



---

অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা। শনিবার লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। নির্ধারিত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ‍সাত উইকেটে ২৬৪ রান।

ব্যাট হাতে নেমে মাত্র ৫৫ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে সম্মানজনক ইনিংস খেলার পথে নিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু থিরিমান্নে। এই দুজন ১২৪ রানের দারুণ একটি জুটি গড়েন। তবে দলীয় ১৭৯ রানে বিদায় নিয়েছেন থিরিমান্নে। আউট হওয়ার আগে করেছেন ৫৩ রান।

থিরিমান্নে ফিরে গেলেও ম্যাথুস খেলা চালিয়ে যান। পূরণ করেন সেঞ্চুরিও। ৪৯তম ওভারে দলীয় ২৫৩ রানে আউট হন ম্যাথুস। ১২৮ বল থেকে ১০টি চার ও দুটি ছক্কার মারে ১১৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। চলতি বিশ্বকাপে ম্যাথুসের এটিই প্রথম সেঞ্চুরি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা ২৯ রানে অপরাজিত থাকেন।

দিনের অপর ম্যাচে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার সবার ওপরে। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে সবার ওপরেই থাকবে। আর অস্ট্রেলিয়া হেরে ভারত জিতলে ভারত চলে যাবে শীর্ষে।

লিগ পর্বে যে দলটি শীর্ষে থাকবে তাদের সঙ্গে নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে খেলবে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০:১৯:৩১   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ