আল হাদিস
বিসমিল্লাহির রাহমানির রাহিম
২৯ নং পরিচ্ছেদ
আল্লাহর সাথে কাউকে শরিক না করে মারা গেলে জান্নাতবাসী হবে
৫৮। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরককারী অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে।” কিন্তু আমি (রাবী) বলছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছু শরিক না করে মারা যায়, সে জান্নাতে।
(বুখারী-কিতাবুল জানায়িয)
আল কোরআন
সূরা বাকারা
৮৪. এবং আমি যখন তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে, পরস্পর রক্তপাত করবে না এবং নিজ বাসস্থান হতে আপন ব্যক্তিদেরকে বের করে দিবে না; অতঃপর তোমরা তা স্বীকার করেছিলে, আর তোমরাই এই বিষয়ে সাক্ষী ছিলে।
বাংলাদেশ সময়: ১১:৩৫:১১ ১১০ বার পঠিত