গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রাকে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
রোববার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনসংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তবে নিহতরা ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, বালুভর্তি ড্রাম ট্রাকটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়।
রোববার ভোর ৪টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি বালুভর্তি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকের ওপর থাকা অপর দুজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১:৪৩:২৫ ২১৭ বার পঠিত