এবার পালানো বউয়ের বিরুদ্ধে দুবাই শাসকের মামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার পালানো বউয়ের বিরুদ্ধে দুবাই শাসকের মামলা
রবিবার, ৭ জুলাই ২০১৯



---

বিপুল পরিমাণ অর্থ নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে লন্ডনের পারিবারিক আদালতে মামলা করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। আগামী ৩০ ও ৩১ জুলাই মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খবরে বলা হয়েছে, শুনানির দিন উপস্থিত থাকবেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শ প্রতিষ্ঠান লেডি হেলেন ওয়ার্ড অব স্টুয়ার্টস তাঁর পক্ষে আদালতে লড়বে। তবে মামলার বাদী-বিবাদী এ সম্পর্কে কিছু বলেননি।

সম্প্রতি দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের ষষ্ঠতম স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর বোন প্রিন্সেস হায়া পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠান।

এদিকে জর্ডানের রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, দুবাই শাসকের পারিবারিক গোপনীয় বিষয় জেনে যাওয়ায় প্রিন্সেস হায়া প্রাণ হারানোর শঙ্কায়।

৬৯ বছর বয়সী ধনকুবের দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীও তিনি।

বউ পালানোর পর কবিতা লিখেন দুবাই শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। কবিতায় তিনি পালানো বউকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন।

কবিতার শুরুতে তিনি লিখেন, ‘কিছু ভুল বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত হিসেবে পরিচিত, তুমি সীমা লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা করেছো।’

এছাড়া তিনি কবিতায় আরো লিখেন, তুমি বেঈমান, তুমি মহামূল্যবান বিশ্বাসের সঙ্গে বেঈমানি করেছো। সেইসঙ্গে তিনি লিখেছেন, তুমি এখন বেঁচে থাকো বা মরে যাও তাতে আমার যায় আসে না।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৩৯   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ