লন্ডনে আন্তঃপার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লন্ডনে আন্তঃপার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ
রবিবার, ৭ জুলাই ২০১৯



---

ঢাকা, ৭ জুলাই, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ: আন্তঃপার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের প্রধান সংস্করণ ৯ জুলাই শুরু হচ্ছে। চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই লন্ডনে ভিন্ন একটি ময়দানে বিভিন্ন দেশের রাজনীতিবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিবেন।
আটটি ক্রিকেট খেলুড়ে দেশের সংসদ সদস্যরা এই টুর্নামেন্টে অংশ নিবে। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড।
ব্রিটেনের রক্ষণশীল দলীয় ডেভেনট্রি’র এমপি ক্রিস হিয়াটন-হারিস এই টুর্নামেন্টের উদ্ভাবক। ইংল্যান্ড অ্যান্ড ওয়ালেস ক্রিকেট বোর্ড (ইসিবি)’র সঙ্গে যৌথভাবে তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন।
বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্ব বাংলাদেশের ১৭ জন এমপি’র আজ লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে।
তিন মাস ধরে প্রতিদিন ভোরবেলা ও সন্ধ্যায় ঢাকার মীরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস)’র কেন্দ্রীয় উইকেটের নেটে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল প্র্যাকটিস করছেন। লন্ডনে যাবার আগে নূরুন্নবী চৌধুরী শাওন, নাইমুর রহমান দুর্জয়, নিক্সন চৌধুরী, ফাহমি গুলন্দাজ বাবেল, রাজি মোহম্মদ ফখরুল, নাহিম রাজ্জাক, শেখ তন্ময় ও অন্যান্য সদস্যরা তাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং দক্ষতা ও কৌশল যতটা সম্ভব ঝালিয়ে নিয়েছেন।
তারা সবাই খুব আত্মবিশ্বাসী। এমনকি ট্রেনিংয়ের একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছে। সম্ভাব্য সবচেয়ে ভাল দল গঠনের জন্য বাংলাদেশী আইনপ্রণেতারা প্যাকটিস ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলটিকে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য দিপু রয় চৌধুরী ও জাফরুল আহসানকে নিয়োগ দিয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্ষমতাসীন দলের আরো একজন এমপি বিশ্বকাপে দলটির তত্ত্বাবধান করবেন।
দেশত্যাগের আগে বাজেট অধিবেশনের শেষদিনে বাংলাদেশ দল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সাথে দেখা করেন।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে লন্ডনের বিভিন্ন ভেনুতে ম্যাচ খেলবে।
বাংলাদেশ বি-গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এ-গ্রুপে রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।
৯ জুলাই দলগুলো সিক্স এ সাইড ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ১০ জুলাই গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো শুরু হবে।
প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল ১৫ ওভার করে ব্যাটিং করবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো ২০ ওভার করে খেলা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ বিজয়ী ক্যাপ্টেন ইমরান খান লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন অথবা যে কোন নব নির্বাচিত এমপি বলিং করতে পারেন। পাশাপাশি ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারকেও ভারতীয় দলে দেখা যেতে পারে। তিনি ২০১২-১৮ সাল ভারতের এমপি ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪৮   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ