গাজীপুরে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার
মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯



---

গাজীপুরে মুক্তিপণের দাবিতে মাদ্রাসার এক অপহৃত শিশু শিক্ষার্থীকে সোমবার রাতে উদ্ধার করেছেন র‌্যাব ১-এর সদস্যরা।

অপহরণের শিকার ওই ছাত্রের নাম মাহফুজুর রহমান (৮)। সে সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুর্শিবাড়ী গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন নলজানী টিঅ্যান্ডটি রোড এলাকায় সপরিবারে বাস করেন ইয়াকুব আলী। তার ছেলে মাহফুজুর রহমান স্থানীয় তাসকিয়াতুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

প্রতিদিনের মতো রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মাহফুজুর রহমান মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পথে টিঅ্যান্ডটি রোড এলাকায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি মাহফুজকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

রাতে অপহরণকারীরা মাহফুজকে খুন করার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণের শিকার ওই শিশুর স্বজনরা বিভিন্ন স্থানে মাহফুজকে খোঁজাখুঁজি করে না পেয়ে গাজীপুরের পোড়াবাড়ির র‌্যাব ১-এর ক্যাম্পে অভিযোগ করেন।

অন্যদিকে সোমবার রাতে মুক্তিপণের টাকার আশায় অপহৃত শিশুকে নিয়ে অপহরণকারীরা বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছে, এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত শিশুকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকার সুমন টেলিকমের সামনে থেকে অপহৃত মাহফুজুর রহমানকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:১৩   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ