দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতিবাজদের কোনো ধরণের প্রশ্রয় দেবে না সরকার। অবশ্যই তাদের আইনের মুখোমুখী হতে হবে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিবেটিং ক্লাব আয়োজিত ওই প্রতিযোগীতার বিষয় ছিল ‘বর্তমান সরকার দুর্নীতি দমনে অনমনীয়’। বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়ে ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি বলেন, দেশ চালাতে যোগ্য লোকবলের প্রয়োজন। আর তাই যোগ্য লোকবল তৈরি করতে হলে মানসম্মত উচ্চশিক্ষাব্যবস্থার অবশ্যই প্রয়োজন। যারা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে। এক্ষেত্রে উচ্চশিক্ষা প্রসার এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক ঠেকাতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক বলেন, কালো টাকা কখনোই সাদা করা যায় না। ডাকাতির টাকা ট্যাক্স দিলেও সাদা হয় না। সরকারের উচিত এক্ষেত্রে ‘অপ্রদর্শিত অর্থ’ শব্দটি ব্যবহার করা। তিনি কালো টাকার বিরুদ্ধে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ তারুণ্যের উদ্দীপনা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, তারুণ্যের শক্তির কাছে জঙ্গিবাদ ও মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কিছুই টিকতে পারে না। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে সব কিছু অর্জন করা যায় না। তাই পরীক্ষায় পাস করার বাইরেও দক্ষতা অর্জনে উদ্যোগী হতে হবে।
উল্লেখ্য, গত ৬ জুলাই এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সরওয়ার কামাল। উদ্বোধনের পর বিইউবিটি’র ১১ বিভাগের দুইশো শিক্ষার্থীর অংশগ্রহণে বিতর্ক কর্মশালা হয় এবং বিতর্ক প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোর্টের বর্তমান আইনজীবী অমিত দাশগুপ্ত। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিইউবিটি’র আইন বিভাগের শিক্ষার্থীরা। রানারস আপ হয়েছে বিবিএ’র শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২২:০১:২৮ ১৫৫ বার পঠিত