রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ছাউনি ভেঙ্গে পড়ে কর্মরত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ফিরোজ হোসেনকে (২২) রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফিরোজের বাড়ি পাবনার চাটমোহর থানায় বলে জানা গেছে।
আহত ১১জন ঈশ্বরদী হাসাপাতালে চিকিৎসা গ্রহণ করেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ কাবেরী নিশ্চিত করেছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রকল্পের ‘বি” ব্লকে এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ান নিকিনত কোম্পানিতে কর্মরত শ্রমিকরা এখানে ঢালাইয়ের কাজ করছিলেন। বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে আশংকায় ঢালাই ছাউনি দিযে ঢেকে রাখেন। প্রবল বৃষ্টিতে ছাউনিটি ভেঙ্গে পড়লে কর্মরত শ্রমিকরা আহত হন। আহত শ্রমিকদের পর্যায়ক্রমে ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন- রকিব উদ্দিন (৪৪), আবু বক্কর (২৮), রইচ (৩২), হাবিবুর রহমান (৪৬), মেহেদী (৩০), আসিফ (২৬), আমির হোসেন (৩৫), আলাউদ্দিন (৩৩) ও ইসাহক আলী (৩৪)।
বাংলাদেশ সময়: ১১:২৩:১৫ ১৭৯ বার পঠিত