ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী! রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সদস্য এমন আইডেন্টিটিটি কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ছড়িয়ে দেয়া ওইসব আইডেন্টিটিটি কার্ড ভুয়া।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া কার্ডে মুখ্যমন্ত্রীর ছবির পাশে তার নাম এবং রাজ্য পশ্চিমবঙ্গ লেখা আছে। শেষের দিকে লেখা সদস্যপদ নম্বর ৯৫১২। অন্যদিকে রাহুল গান্ধীর ছবির পাশে তার নাম এবং রাজ্য নিউ দিল্লি লেখা আছে।
জানা যায়, এমন ছবি ছড়িয়ে পরায় মমতা বন্দ্যোপাধ্যায় চরম ক্ষুব্ধ হয়েছেন। এর আগেও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা ধরণের কুরুচিকর ছবি, পোস্ট শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এনিয়ে রাহুল গান্ধীর কোন মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১:২৫:৪৪ ১৫২ বার পঠিত