যশোরের বেনাপোল সীমান্তে ১ কেজি দু’শ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ নাজমুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ৯ জুলাই (মঙ্গলবার) দুপুর ১টার দিকে বেনাপোল- পুটখালী সড়কের।
শিকড়ী বটতলা নামক স্থান থেকে এসব স্বর্ণসহ বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫২ লাথ ৯৩ হাজার টাকা বলে জানায় বিজিবি। আটককৃত মোঃ নাজমুল হোসেন বেনাপোল পুটখালী গ্রামে আতিয়ার রহমানের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি নাজমুল স্বর্ণ পাচার করছে।
এসময়ে ফোর্স নিয়ে পুটখালী-বেনাপোল রোডে শিকড়ী বটতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৩টি স্বর্নের বার উদ্ধার করা হয়। সন্ধায় আটককৃতের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১:২৭:৪৯ ২০৯ বার পঠিত