৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। অনুসন্ধান কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এই আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় মিজানুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানান, দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ। আদালত আগামী ১৫ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।
দুদকের পরিচালক এনামুল বাসিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার দাবি করেন ডিআইজি মিজান। মিজান ও বসিরের মধ্যে এ সংক্রান্ত লেনদেন নিয়ে কথপোকথনের অডিও রেকর্ড গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশ পায়। ইতমধ্যে এনামুল বসিরকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বাংলাদেশ সময়: ২২:২০:৪০ ১৫৮ বার পঠিত