সিঙ্গুরে চাষের পরিমান কম হওয়ার কারণ জানেন না মুখ্যমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিঙ্গুরে চাষের পরিমান কম হওয়ার কারণ জানেন না মুখ্যমন্ত্রী
বুধবার, ১০ জুলাই ২০১৯



---

সিঙ্গুরের একদা টাটা অধিগৃহিত জমিতে চাষের কম উৎপাদন নিয়ে বিড়ম্বনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷

সিঙ্গুর আন্দোলনের উপর ভর করেই রাজনৈতিক ভিত পোক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১১-এর পালা বদলের পর মুখ্যমন্ত্রী মমতার প্রতিশ্রুতি ছিল সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়া হবে৷ কথা রেখেছিল তৃণমূল সরকার৷ আদালতের নির্দেশে টাটা অধিকৃত জমি কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়৷ কিন্তু, সেই সিঙ্গুর নিয়েই বিড়ম্বনায় শাসক দল৷

বুধবার বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকার সিঙ্গুরের চাষিদের সব রকম সাহায্য করেছে। কিন্তু, তবুও কেন চাষের পরিমাণ কমেছে, আমি কী করে বলব?”
রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে সিঙ্গুরের উর্বর জমিতে ন্যানো গাড়ি কারখানার অনুমতি দেয় সপ্তম বাম সরকার৷

অধিগ্রহণ করা হয় ৯৭৭ দশমিক ১১ একর জমি৷ যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ তৃণমূল ক্ষমতায় এসে ৯৭৭.১১ একরের মধ্যে ৯৫৫ দশমিক ৯০ একর জমি জমিদাতাদের ফিরিয়ে দেয়৷ বাকি ৪১ দশমিক ২১ একর জমির মালিককে খুঁজে পাওয়া যায়নি৷

সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৯৫৫ একর জমি চাষযোগ্য৷ কিন্তু, বাস্তবে চাষ হচ্ছে মাত্র ২৬০ একর জমিতে৷ কেন এমন পরিণতি? বিধানসভা অধিবেষনে মুখ্যমন্ত্রীকে এই পরিসংখ্যান তুলে ধরে জিগেস করেছিলেন সুজনবাবু৷ তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকার সিঙ্গুরের চাষিদের সব রকম সাহায্য করেছে। কিন্তু তবুও কেন চাষের পরিমাণ কমেছে৷’’

ঘটা করে মুখ্যমন্ত্রীর হাত ধরেই পরিত্যাক্ত জমিতে ফের চাষ শুরু হয়৷ যদিও তার অবস্থা বেহাল৷ এই অবস্থা কেন হল তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কারণ খুঁজে পাচ্ছেন না৷ তাঁর সটান উত্তর, ‘‘আমি কী করে বলব?’’ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিষয়টি অজানা নয় মুখ্যমন্ত্রীর৷ তাই বাঁকা প্রশ্নেও সটান উত্তর দিলেন তিনি৷ যা নিয়ে বিতর্ক দাঁনা বাঁধতে পারে৷ প্রশ্ন উঠতেই পারে সব জেনেও সিঙ্গুরে উৎপাদন বাড়াতে কি পদক্ষেপ করেছে রাজ্য সরকার৷ অন্য অংশের মতে, বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৪   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ