জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-২৩ জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ
২০১৯’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“প্রতি বছরের মতো এবারও ১৭-২৩ ই জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ
২০১৯’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সকল
মৎস্যচাষি ও মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ,
বঙ্গবন্ধুর বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্তখাত। দেশের
বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে আমরা এ খাতে পরিকল্পিত
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। সমাজভিত্তিক মৎস্যচাষ কার্যক্রম
সম্প্রসারণ ও জোরদারকরণ, বিল নার্সারি কার্যক্রম গ্রহণ ও মুক্ত জলাশয়ে
মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য অভয়াশ্রম সৃষ্টি, গবেষণার মাধ্যমে উন্নত
প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা
হচ্ছে। এ ছাড়াও প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলজ জীববৈচিত্র্য
সংরক্ষণ, পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি
সংস্থার ৩৯; ২০১৮্,৩৯; এর প্রতিবেদন
অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে ৩য় স্থান এবং বদ্ধ
জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম স্থান অধিকার করেছে। বর্তমানে দেশের মোট
জিডিপির ৩ দশমিক ৬১ শতাংশ মৎস্যখাতের অবদান।
রূপকল্প ২০২১ ও ২০৪১ অর্জনে ক্ষেত্রে অভ্যন্তরীণ মৎস্যসম্পদের পাশাপাশি
সামুদ্রিক মৎস্যসম্পদ একটি অপার সম্ভাবনাময়ক্ষেত্র হিসেবে চিহ্নিত
হয়েছে। গবেষণা ও জরিপ জাহাজ, আর ভি মীন সন্ধানী কর্তৃক জরিপ কাজ
পরিচালনা করে এ পর্যন্ত ৪৩০ টি সামুুদ্রিক মৎস্য প্রজাতি সনাক্ত করা
হয়েছে। সামুদ্রিক মৎস্য প্রজাতির সর্বোচ্চ আহরণ মাত্রা নির্ধারণ করে
সহনশীল মৎস্য আহরণ নিশ্চিত করে জেলেদের জীবনমান উন্নয়ন করা একান্ত
প্রয়োজন। সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় এবং জেলেদের জীবনের
নিরাপত্তা বিধানে ঠঞগঝ মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।
আমি আশা করি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিপুল
সম্ভাবনাময় মৎস্যখাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলে আরো নিষ্ঠার সঙ্গে কাজ
করবেন।
আমি ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উপলক্ষে আয়োজিত সকল
কর্মসূচির সাফল্য কামনা করি।
জয় বাংলা, জয়

বঙ্গবন্ধ
বাংলাদেশ চিরজীবী
হোক।”

বাংলাদেশ সময়: ২০:৪৪:০৩   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ