জেমস বন্ডের ছবিতে ০০৭-এর ভূমিকায় কৃষ্ণাঙ্গ নারী!

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেমস বন্ডের ছবিতে ০০৭-এর ভূমিকায় কৃষ্ণাঙ্গ নারী!
বুধবার, ১৭ জুলাই ২০১৯



---

জেমস বন্ডের নতুন সিনেমায় ০০৭ চরিত্রে দেখা যাবে এক কৃষ্ণাঙ্গ নারীকে। হ্যাঁ ঠিকই পড়ছেন, ০০৭ চরিত্রে এতদিন যা ঘটেনি বা বন্ড প্রেমিরা যা কল্পনাও করতে পারেননি এবার তাই হতে চলেছে। জেমস বন্ডের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে দেখা যাবে লাশানা লিঞ্চকে। লাশানাকে শেষ দেখা গিয়েছিল ক্যাপ্টেন মার্ভেলের মারিয়া রামবিউ চরিত্রে।ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, জেমস বন্ডের সিনেমা মানেই, আধুনিক সব গ্যাজেট, গাড়ি আর নারীদের সঙ্গে প্রেম পর্ব। জেমস বন্ডের চরিত্রে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত মোট সাত জন অভিনয় করেছেন। প্রত্যেক বারই ছক মেনে শ্বেতাঙ্গ পুরুষকে বাছা হয়েছে এই চরিত্রের জন্য। সেই চেনা ছকই এবার ভাঙতে চলেছে জেমস বন্ডের আগামী ছবি ‘বন্ড ২৫’-এ। একে নারী তার ওপর কৃষ্ণাঙ্গ ০০৭ পেতে চলেছেন জেমস বন্ড প্রেমীরা।

যারা এই খবরে হতাশ হলেন, তাদের একেবারে হতাশ না হওয়ার রসদও আছে। ড্যানিয়েল ক্রেগ নতুন এই ছবিতে লিঞ্চ যিনি ‘নমি’ চরিত্রে অভিনয় করছেন, তার হাতে ০০৭-এর দায়িত্ব তুলে দিলেও ‘এমআই৬’ এর অফিস ছেড়ে যাচ্ছেন না। ছবিতে দেখা যাবে নতুন এজেন্টের হাতে দায়িত্ব তুলে দিয়ে ডেস্ক জবে থাকছেন কমান্ডার বন্ড।

ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অব সোলেস, স্কাই ফল, স্পেকট্রার পর ড্যানিয়েল ক্রেগের এটি পঞ্চম বন্ড ছবি। এখনই তার বয়স ৫১ বছর। তাই স্বাভাবিক ভাবেই স্পেকট্রার পরই প্রশ্ন উঠছিল পরবর্তী বন্ড কে? সেই প্রশ্নের এবার নির্দিষ্ট উত্তর মিলল। বিশ্বের বহু অভিনেত্রী একাধিক বার জানিয়েছেন, বন্ড তাদের স্বপ্নের চরিত্র। তারা যদি সুযোগ পান বন্ডের চরিত্রে স্বচ্ছন্দে অভিনয় করতে চান। এবার দেখার, ০০৭-এর চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ নারীকে দর্শকরা কতটা গ্রহণ করেন। তবে নেটিজেনরা এখন থেকেই তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৫   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ