অনলাইনে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনলাইনে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
বুধবার, ১৭ জুলাই ২০১৯



---

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সকল সেবা এখন অনলাইনে প্রদান করা হচ্ছে। এই প্রেক্ষিতে আমদানি ও রপ্তানি অধিদফতরে অনলাইনে লাইসেন্সিং মডিউল (ওএলএম) চালু করা হলো। এতে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন।’ বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অবস্থিত পুষ্পদাম রেস্টুরেন্ট কনভেনশন হলে আমদানি রপ্তানি অধিদফতর আয়োজিত ‘অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম)’ এর উদ্বোধন এবং সাতদিন ব্যাপী ‘নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ওএলএম চালুর ফলে ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। ব্যবসায়ীগণকে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে আর আমদানি-রপ্তানি অফিসে আসার প্রয়োজন হবে না। আমদানি-রপ্তানি অফিস এখন ডিজিটাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল মধ্য আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওএলএম চালুর মাধ্যমে দেশে ব্যবসা বাণিজ্য সহজ করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘পেপারলেস (কাগজবিহীন) ট্রেড সুবিধা প্রদানের জন্য আমরা বিশ্ববাণিজ্য সংস্থার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসা পরিচালনার জন্য ইতিমধ্যে অনেক শর্ত শিথিল করা হয়েছে। সংযুক্ত কাগজের সংখ্যা কমানো হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে ব্যবসায়ীগণ দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন। অতি বিনয়ের সঙ্গে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করতে হবে।’

এর আগে, তিনি ওএলএম-এর কার্যক্রম এবং সাতদিন ব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওএলএম-এর আওতায় আমদানিকারক, রপ্তানিকারক ও ইনডেন্টরগণের নিবন্ধন সনদ ২৩ জুলাই পর্যন্ত নবায়ন করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর, সাবেক সচিব ও আমদানি ও রপ্তানি অধিদফতরের সাবেক প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানম প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪০   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ