কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে বিস্ফোরণ, নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে বিস্ফোরণ, নিহত ৬
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯



---

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে বোমার বিস্ফোরণে ছয়জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সকালে দক্ষিণ এশীয় দেশটির রাজধানীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সকে কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকার অপেক্ষা করছিল, তখনই ওই বোমার বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একটি হাতবোমা ছুড়তে দেখি। সেটি ছোড়ার পরপরই একটি গাড়িতে আগুন ধরে যায়।

এদিকে ঘটনার পরপর অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অন্য প্রবেশ পথের কাছে আরেকটি বোমা খুঁজে পায় পুলিশ ও তা দ্রুত নিষ্ক্রিয় করা হয়।

বিষয়টির সত্যতা কাবুল পুলিশের মুখপাত্র ফারামার্জ ফিরদাউ নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের ওপর এ হামলার দায় স্বীকার করেনি।

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের পুলিশ সদরদফতরের বাইরে দুটি গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত ও ৮০ জন আহত হন।

তালেবান বিদ্রোহীরা ওই গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:০৪   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ