ভোলায় ‘জ্যাকব টাওয়ার’র উদ্বোধন কাল, যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ‘জ্যাকব টাওয়ার’র উদ্বোধন কাল, যাচ্ছেন রাষ্ট্রপতি
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮



---দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ভোলায় যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। মঙ্গল ও বুধবার জেলার চরফ্যাশন এবং বাংলাবাজারে পৃথক দুটি সুধী সমাবেশসহ গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার বেলা ১১টায় চরফ্যাশনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার এবং অভ্যর্থনা জানানো হবে। দুপুর ২টায় চরফ্যাশনে নবনির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার (ওয়াচ টাওয়ার) উদ্বোধন করবেন তিনি। পরে টিবি হাইস্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন রাষ্ট্রপতি। বিকাল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে কুকরী-মুকরী যাবেন। রাতে সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি ভোলা সদরের উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুর ১২টায় ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ভোলা ও চরফ্যাশনে নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো শহর। রাষ্টপতি আবদুল হামিদের আগমনে দুই উপজেলাসহ পুরো জেলায় জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ভোলা জেলায় এটি রাষ্ট্রপতির প্রথম সফর।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ