শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রথম পাতা » গাজীপুর » শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮



---গাজীপুরের শ্রীপুর উপজেলায় একই স্থানে রাস্তা পার হওয়ার সময় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত ও আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

রবিবার রাতে নিহত পোশাক শ্রমিকের নাম ইয়াসমিন আক্তার এবং সোমবার সকালে যিনি নিহত হয়েছেন তার নামপরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে কাভার্ড ভ্যান চাপায় অজ্ঞাত এক যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

এদিকে হাসিন সোয়েটার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে কারখানা শ্রমিক ইয়াসমিন আক্তার এমসি বাজার মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নিহত ইয়াসমিন মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৩   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ