৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

প্রথম পাতা » আইন আদালত » ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮



---সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।

একজন বিচারক আবেদনটি খারিজ করে দিলেও অন্যে একজন বিচারক এ বিষয়ে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবের প্রতি রুল জারি করেছেন। তিনি জানতে চেয়েছেন এই বিধানটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি নিয়ে শুনানি হয়। দুই বিচারকের মধ্যে জ্যেষ্ঠ মইনুল ইসলাম চৌধুরী রুল দিয়ে জানতে চান সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। তবে কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনা দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয় আসার পর তিনি যদি দল থেকে পদত্যাগ করেন, বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার আসন শূন্য হবে। তবে তিনি এ কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময়ই এই বিধানটি সংযুক্ত করা হয়।

২০১৭ সালের ১৭ এপ্রিল এই ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

ইউনুছ আলী কে বলেন, নিয়মানুযায়ী রিট আবেদনটি এখন প্রধান বিচারপতি নিকট যাবে। তিনি এটি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪২   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ