অস্ট্রেলিয়ায় ‘আল্লাহু আকবর’ বলে দুই নারীকে ছুরিকাঘাত, নিহত ১

প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ট্রেলিয়ায় ‘আল্লাহু আকবর’ বলে দুই নারীকে ছুরিকাঘাত, নিহত ১
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০১৯



---

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় ‘আল্লাহু আকবর’ বলে দুজনকে ছুরিকাঘাত করেছেন এক তরুণ। তার ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। আরেক নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই দুই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

পুলিশ এক বিবৃতিতে জানায়, এদিন দুপুর দুইটার দিকে সিডনির ইয়র্ক স্ট্রিটে একজন ছুরি হাতে হাঁটাহাঁটি করছে বলে জানতে পারে জরুরি সেবাদানকারী সংস্থা।

বিবৃতিটিতে বলা হয়, পুলিশ যখন ঘটনাস্থলের দিকে রওনা হয়, তখন খবর পাওয়া যায় এই ব্যক্তি কিং ও ইয়র্ক স্ট্রিটের কাছে একজনকে ছুরিকাঘাত করেছে।

এতে বলা হয়, হোটেল সিবিডি-তে ছুরিকাঘাতের শিকার এক নারী আছে বলে জানতে পারে পুলিশ এবং এনএসডব্লিউ (নিউ সাউথ ওয়েলস) অ্যাম্বুলেনস প্যারামেডিকস। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

এরপর বিকেল তিনটা ১৫ মিনিটের দিকে 118 ক্লারেন্স স্ট্রিটের একটি ইউনিটের ভেতর থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশের একজন মুখপাত্র।

ছুরিকাঘাতের কারণে এই নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় ছুরিকাঘাতকারীকে আটকের পর প্রথমে ডে স্ট্রিট পুলিশ স্টেশন এবং পরে রয়্যাল প্রিন্স অ্যালফ্রেড হসপিটালে নেয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইটারে লেখেন, সিডনি হওয়া আজ বিকেলের সহিংস হামলাটি উদ্বেগজনক। ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় হামলাকারী এখন পুলিশের হেফাজতে আছেন।

গণমাধ্যমটি জানায়, এই ছুরিকাঘাতকারীর নাম মার্ট নেই। তিনি ব্যাকটাউনের মারায়োংয়ের বাসিন্দা বলে জানা গেছে।

সন্ধ্যায় এএসডব্লিউ পুলিশ কমিশনার মিক ফুলার জানান, এ পর্যন্ত পাওয়া তথ্য মতে এই ২১ বছরের মার্ট নেই সন্ত্রাসবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৬   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ