চামড়ায় এ বছর আরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে সরকার

প্রথম পাতা » অর্থনীতি » চামড়ায় এ বছর আরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে সরকার
বুধবার, ১৪ আগস্ট ২০১৯



---

কোরবানির পশুর চামড়ার কম দামের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত বছর যেভাবে চামড়া বেচাকেনা হয়েছে, এ বছরও একইভাবে বেচাকেনার জন্য সুবিধা রেখেছি। আর গত বছর এই ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের ফিন্যান্সিয়াল সাপোর্ট (আর্থিক সাহায্য) যেটা সরকার থেকে দেয়া হয়, এবছর তার চেয়ে বেশি দেয়া হয়েছে।’

‘তারপরও কেন চামড়া বেচাকেনা হচ্ছে না, কেন কিনল না, এখন কেন কিনবে – এসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে’, বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

বুধবার (১৪ আগস্ট) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান/লিজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সরকার থেকে কত টাকা সাহায্য দেয়া হয়েছে, তা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এবার যেসব সমস্যার মুখোমুখি আমরা হলাম, এগুলোকে দূর করার জন্য আগামীতে ব্যবস্থা নিতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘আমাদের তরফ থেকে কোনো ঘাটতি রাখি নাই। সুতরাং এর পরে যেটা হচ্ছে, সেটা আপনারা ভালো বুঝতে পারেন।’

চামড়ার ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের আরও ভিন্নভাবে চিন্তা করা দরকার বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এবার তো পুরা দিনই বৃষ্টি। চামড়া সংরক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, আমাদের দেখতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিবসহ ৩৬টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান/ লিজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা।

বাংলাদেশ সময়: ২১:০৫:৪০   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ