জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯



---

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আসরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
মিলাদের পর বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও ৭৫’র ১৫ আগস্ট শহীদ তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
রাষ্ট্রপতি ও মিলাদে অংশগ্রহণকারি অন্যান্যরা দরবার হলে আসরের নামাজ আদায় করেন। মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিবগণ, সামরিক ও বেসামরিক কর্মকতাবৃন্দসহ বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মচারিরা অংশ নেন। বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল কবির মিলাদ মাহফিল পরিচালনা করেন।
এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় দরবার হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।
রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া এতে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর ওপর স্বরচিত পাঠ করেন। আলোচনায় আরো অংশ নেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সহকারি সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফ্তেখা-উল-আলম। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৬   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ