দ্বিতীয় দিন শেষে ২২৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » দ্বিতীয় দিন শেষে ২২৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া
শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯



---

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৩০ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় দিনের খেলা শেষে ২২৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

বৃষ্টিতে প্রথম দিন পণ্ড হওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কিন্ত শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। ধীর গতির উইকেটে নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের চেপে ধরেন অসি বোলাররা। কামিন্স, হেজেলউড ও লায়ন ৩টি করে উইকেট পেয়েছেন। আরেক পেসার পিটার সিডলের পকেটে গেছে এক উইকেট।

স্বাগতিকদের হয়ে লড়াই করেন ওপেনার ররি বার্নস ও উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি। বার্নস ৫৩ ও বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ৫২ রান। এছাড়া ক্রিস ওকস ৩২, জো ডেনলি ৩০ রান করেন। ওপেনার রয় শূন্য, রুট ১৪, বাটলার ১২ ও স্টোকস ১৩ রানে আউট হন। শেষ দিকে বেয়ারস্টোর হাফ সেঞ্চুরিতে ২৫৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার দিনের শেষভাগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্রডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩ রান করা ওয়ার্নার। দিনের বাকিটা সময় ব্যানক্রফট (৫) ও উসমান খাজা (১৮) কোন রকম পাড় করে দেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৬   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ