মেঘালয়ে ভারত-বাংলাদেশের ১৪ জেলার ডিসি-ডিএম সম্মেলন শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেঘালয়ে ভারত-বাংলাদেশের ১৪ জেলার ডিসি-ডিএম সম্মেলন শুরু
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯



---

ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয় এবং বাংলাদেশের ১৪ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

মেঘালয়ের শিলং শহরের হোটেল পাইন উডে সকাল ১০টা থেকে শুরু হয় এ সম্মেলন।

সম্মেলনে মেঘালয়ের সঙ্গে সীমান্ত সংশ্লিষ্ট বাংলাদেশের সাত জেলা থেকে ৫২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এবং মেঘালয়ে রাজ্যের সাত জেলা থেকে ৩১ জন যোগ দিয়েছেন।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জামালপুর জেলার জেলা প্রশাসক আহমেদ কবীর এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইস্ট খাসি হিলসের জেলা প্রশাসক এম ওয়ার নংব্রি।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন মেঘালয় রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব আর ভি সুচিয়াং।

সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন দুই দেশের প্রতিনিধিদলের প্রধান ও অতিরিক্ত মুখ্য সচিব।

সম্মেলনে বাংলাদেশ-ভারতের বিভিন্ন সীমান্ত এলাকার নদী দূষণ বন্ধ, যৌথ প্রচেষ্টায় বন্যা নিয়ন্ত্রণ, সীমান্তে নিরপরাধ বাংলাদেশি হত্যা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধভাবে চোরাচালান বন্ধ, গবাদিপশু ও মানবপাচার বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, ব্যবসায় সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, পর্যটন, সাহিত্যসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর।

বাংলাদেশ সময়: ১৩:২৬:২৭   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ