বেতন বকেয়া রেখে হঠাৎ গার্মেন্ট বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেতন বকেয়া রেখে হঠাৎ গার্মেন্ট বন্ধ, শ্রমিকদের সড়ক অবরোধ
বুধবার, ২১ আগস্ট ২০১৯



---

রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবি ও গার্মেন্ট বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে গার্মেন্টের কর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে অবরোধ শুরু হয়। ঈদের ছুটি শেষে আজ আলিফ অ্যাপারেলস নামের গার্মেন্টটি খোলার কথা থাকলেও সকালে কর্মীরা এসে প্রধান গেটে নোটিশ ও তালা দেখতে পান। এরপরই হঠাৎ গার্মেন্ট বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

জানা যায়, গত ১১ আগস্ট ঈদের ছুটিতে যান প্রতিষ্ঠানটির শ্রমিকরা। ছুটি শেষে বুধবার প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সকালে শ্রমিকরা এসে দেখেন আলিফ অ্যাপারেলস নামের ওই প্রতিষ্ঠানের গেটে অবস্থান নিয়েছে পুলিশ। এ সময় তারা গেটে তালা ও প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেখতে পান। এরপরই বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে তারা। এর ফলে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা জানান, বিজিএমইএ’র বিধান অনুযায়ী গার্মেন্ট বন্ধের তিন মাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধের কথা থাকলেও এক্ষেত্রে তাদের না জানিয়েই গার্মেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কোন সমাধান না পেয়ে রাস্তায় অবস্থান নিয়েছে তারা।

এর কয়েকমাস আগেও বকেয়া বেতনের দাবিতে সড়কে আন্দোলন করেছিলেন বলেও জানান তারা। সে সময় মালিকপক্ষ ৬ মাসের মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে তাদের কাজে ফিরিয়ে আনে। এ সময় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি করে জানান, আমাদের বেতন-বোনাসসহ পাওনা টাকা দিতে হবে। এই দাবি পূরণ না হলে আমরা সড়কেই থাকব।

পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন ও গার্মেন্ট বন্ধের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৮   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ