চাঁদপুরের মতলব দক্ষিণ সদর বাজার থেকে ১৮ লাখ ৬২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এগুলোর বাজার মূল্য প্রায় তিন কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। এসময় চার দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অপর দুই ব্যবসায়ীকে অর্থ দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ব্যবসায়ী প্রণয় দাস ও বিপ্লব দাসকে এক বছর করে কারাদণ্ড এবং শাহ আলম ও মিঠু দেবনাথকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. ফয়সাল বিন রশীদ, মতলব পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবুল বাশার মিয়াজী পারভেজ। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ কারেন্ট জালগুলো মতলব নিউ হোস্টেল মাঠে পুড়িয়ে ফেলা হয়।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমা জানান, মতলব সদর বাজারে উপজেলা প্রশাসন, চাঁদপুর কোস্ট গার্ড ও মতলব দক্ষিণ থানা পুলিশের যৌথ উদ্যোগে একটি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ব বাজারের উত্তর গলির চারটি গুদাম ঘরে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীর ১৮ লাখ ৬২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৬ ২৬৮ বার পঠিত