ডেঙ্গু কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯



---

---

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৬ টায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া যুবকের নাম গিয়াস উদ্দিন। বয়স ৪০। তার বাবার নাম আবদুল আউয়াল। চাঁদপুরের মতলব উপজেলার পশ্চিম সিংড়ায় তার বাড়ি। বর্তমানে পোস্তগোলা ব্রিজ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। গিয়াস এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। তিনি পাথরের ব্যবসা করতেন।

গিয়াসের বড় ভাই জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে জানান, গিয়াস কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা লাশ নিয়ে গেছেন।

গত তিন দিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) ক্রমান্বয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমতে দেখা গেলেও বুধবার তা বেড়েছে। ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬২৬ জন, যা আগের ২৪ ঘণ্টার তুলনায় ৫৪ জন বেশি। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭১১ জন এবং দেশের অবশিষ্ট জেলাগুলোয় ৯১৫ জন রয়েছে।

বুধবার সারা দেশের বিভিন্ন স্থানে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ২১ আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৮৫ জনে। যদিও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ৪৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হচ্ছে ৫৭ হাজার ৯৯৫ জন। তবে বেসরকারি হিসাবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র।

বাংলাদেশ সময়: ১৩:১৩:১৭   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ