জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, সড়কে বাস চলবে, ঈদের আগে আমি বাস মালিক ও শ্রমিকদের কাছে অনুরোধ করেছিলাম, যেন ভাড়া কম রাখা হয়। আপনাদের কোনো চাঁদা দিতে হবে না, বাস ভাড়াটা কমাবেন। যদি আপনাদের কাছে কেউ বা কোন বাহিনীর নামে চাঁদা চায়, সেটা আমাদের জানাবেন। আমি মনে করি, নারায়ণগঞ্জের প্রতিটি সেক্টরে যে অবস্থা চালু রয়েছে তা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে শহরের নবীগঞ্জ ঘাট এলাকায় বেকার মিনিবাস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, গতকাল আমি একটি অভিযোগ পেলাম, শিমরাইল সিদ্ধিরগঞ্জ এলাকায় এসবির দারোগা বা ইন্সপেক্টরের নামে টাকাটা তোলা হয়। আমি জানিনা এ অভিযোগ কতটুকু সত্য। আদৌ এসবির দারোগা বা ইন্সপেক্টরের নামে টাকাটা ওঠে কিনা। নাকি ওই লাইনের কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী টাকা নিচ্ছে। এ বিষয়ে এসবিকে দায়িত্ব দিয়েছি, তারা আমাকে জানাবে।
আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে বাস করুক উল্লেখ করে পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, যাত্রীদের প্রতি ভালো ব্যবহার করবেন। ভালোভাবে গাড়ি চালাবেন, যাত্রী তুলবেন। যাতে আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ না আসে। আমাদের পুলিশের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা তা করবো।
তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন-যে ভূমি হারিয়েছে, কারখানা হারিয়েছে সে ভূমি আমরা উদ্ধার করে দিয়েছি। আমরা চাই, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তাদের যতটুকু জায়গা আছে তাতে শান্তিতে বসবাস করুক। আপনাকে যদি কেউ বাধাগ্রস্থ করে, বাস আটকে রাখে, চাঁদা দাবি করে, জমি দখল করে, সে তথ্যটুকু আমাদের জানাবেন। এই তথ্যটুকু আমাদের কাছে থাকে আমরা অবশ্যই সমস্যার সুরাহা করবো।
তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, মেয়রের সহযোগীতা ও সমর্থনে ধীরে ধীরে চেষ্টা করছি নারায়ণগঞ্জের মানুষকে স্বস্তি দিতে। তবে একদিনে তা সব সম্ভব না।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ্ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, বেকার মিনিবাস সার্ভিসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ রাসেল হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:৫৯:২২ ২২৯ বার পঠিত