বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৫৩. তারা কি এ অপেক্ষায়ই আছে যে, এর বিষয়বস্তু প্রকাশ করা হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন যারা এর (আগমনের) কথা ইতোপূর্বে ভুলে গিয়েছিল তারা বলবে, ‘বাস্তবিকই আমাদের রবের রাসূলগণ সত্য বাণী নিয়ে এসেছিলেন, এমন কোন সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি পুনরায় দুনিয়ায় পাঠানো যেতে পারে?’ যাতে আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু করতে পারি।’ নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, আর তারা যেসব মিথ্যা (মাবুদ ও রসম-রেওয়াজ) রচনা করেছিল, তাও তাদের হতে অদৃশ্য হয়ে যাবে।
আল হাদিস
৫৩ নং পরিচ্ছেদ
ঈমান প্রত্যাখ্যাত (অগ্রহণযোগ্য) হওয়ার যুগের বিবরণ।
৯৭। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। যখন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, তখন জনগণ সবাই ঈমান আনয়ন করবে। কিন্তু এটা এমন একসময় ঘটবে যখন কারো ঈমাণ কোন কাজে আসবে না। এরপর তিনি এ সম্পর্কিত আল-কুরআনের আয়াত পাঠ করে শোনালেন।
অর্থাৎ পূর্বে যদি কেউ ঈমান না এনে থাকে অথবা ঈমানদার হয়ে নেকী অর্জন না করে থাকে, তাহলে সেদিন কারোর ঈমান কোন কাজে আসবে না। (বুখারী-কিতাবুত তাফসীর)
বাংলাদেশ সময়: ১২:৫০:০১ ২৭৩ বার পঠিত