ঢাকা, ২৩আগস্ট,২০১৯নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ ও ন্যাপ এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক মোজাফফর আহমেদ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ছয়জন উপদেষ্টার মধ্যে একজন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।
এক শোকবার্তায় স্পীকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও অধ্যাপক মোজাফফর আহমেদ এর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছন।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:০১ ৩১৭ বার পঠিত