বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৫৩. তারা কি এ অপেক্ষায়ই আছে যে, এর বিষয়বস্তু প্রকাশ করা হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন যারা এর (আগমনের) কথা ইতোপূর্বে ভুলে গিয়েছিল তারা বলবে, ‘বাস্তবিকই আমাদের রবের রাসূলগণ সত্য বাণী নিয়ে এসেছিলেন, এমন কোন সুপারিশকারী আছে কি যারা আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি পুনরায় দুনিয়ায় পাঠানো যেতে পারে?’ যাতে আমরা পূর্বের কৃতকর্মের তুলনায় ভিন্ন কিছু করতে পারি।’ নিঃসন্দেহে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, আর তারা যেসব মিথ্যা (মাবুদ ও রসম-রেওয়াজ) রচনা করেছিল, তাও তাদের হতে অদৃশ্য হয়ে যাবে।
আল হাদিস
৫৮ নং পরিচ্ছেদ
কিয়ামতের দিন গোনাহগারদের জন্য শাফায়াত করা হবে ও তাওহীদে বিশ্বাসীদের জাহান্নাম থেকে বের করা হবে
১১৬। আবু সাইদ খুদ্রী (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেন, কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ বলবেন: “যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আে তাকে জাহান্নাম থেকে বের কর। তখন তাদের এমন অবস্থায় বের করা হবে যে, তাদের দেহ দোযখের আগুনে পুড়ে একেবারে কালো হয়ে গেছে। এরপর তাদের “হায়া” কিংবা “হায়াত” নামক ঝরনায় নামানো হবে। এর ফলে প্রবাহিত স্রোতের তীরে যেমন দ্রুত বীজ গজায়, তেমনি তারাও সুন্দর হয়ে উঠবে। তুমি কি লক্ষ্য করনি উক্ত বীজের চারাগুলো ঘন ও হলুদ বর্ণের হয়ে জন্মায়? (বুখারী-কিতাবুল ঈমান)
বাংলাদেশ সময়: ১:১২:৩৯ ৭১৩ বার পঠিত