দর্শক-ভক্তদের আমন্ত্রণ জানালেন মিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দর্শক-ভক্তদের আমন্ত্রণ জানালেন মিম
শনিবার, ২৪ আগস্ট ২০১৯



---

সৌন্দর্যের সুবাস ছড়িয়ে লাক্স সুপারস্টার হিসেবে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা সাহা মিম। তারপরের গল্পটুকু সবার জানা। প্রথম তিনি প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয় করেন।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই তিনি প্রশংসিত হন নবাগতা হিসেবে। নজর কাড়েন দর্শক ও নির্মাতাদের। এরপর নিয়মিতই মিমকে দেখা গেছে ছোট ও বড় পর্দায়। হালের নতুন প্লাটফর্মে ওয়েব সিরিজের নায়িকা হিসেবেও মিম আত্মপ্রকাশ করেছেন। সবখানেই নিজের রুপ ও অভিনয় গুণের রোশনাই ছড়িয়েছেন এই সুন্দরী।

সাম্প্রতিককালে তিনি নাটক-টেলিছবি থেকে ছুটি নিয়েছেন। মনোনিবেশ করেছেন চলচ্চিত্রে। কালেভদ্রে তার দেখা মেলে বিজ্ঞাপনে। এরইমধ্যে প্রচার হওয়া লাক্সের নতুন টিভিসিটি বেশ আলোচনায় এনেছে মিমকে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করে চললেও মিম একটা অবস্থান করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তৈরি হয়েছে তার লাখো ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। সেইসব ভক্তরা প্রিয় নায়িকাকে নিয়ে মেতে থাকতে ভালোবাসেন।

তাদের জন্য সুখবর, ভক্তদের সঙ্গে আড্ডা দিতে আসছেন মিম। তবে সরাসরি নয়। দর্শকরা তার সঙ্গে মুঠোফোনে প্রশ্ন করার মাধ্যমে আড্ডা দেয়ার সুযোগ পাবেন। আজ ২৪ আগস্ট রাত ৮টায় যেকোনো রবি ও এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে। ‘স্টার জোন’ নামের এই আয়োজনটি করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় মিম বলেন, ‘দর্শক-ভক্তদের সঙ্গে গল্প করার জন্য লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। আমার দর্শক ও ভক্তদের সঙ্গে আড্ডা দেবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১৫:১৮:১১   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ