বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৫৫. তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের রবকে ডাকবে, তিনি সীমালংঘনকারীদেরকে ভালোবাসেন না।
৫৬. দুনিয়ায় শান্তি-শৃ´খলা স্থাপনের পর বিপর্যয় সৃষ্টি করো না, আল্লাহকে ভয়-ভীতি ও আশা-আকাক্সক্ষার সাথে ডাক, নিঃসন্দেহে আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি সন্নিকটে।
আল হাদিস
অগ্রিম মসজিদে যাওয়ার ফযীলত
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আর তারা যদি জানতো অগ্রিম নামাযে আসার ফযীলত কত বেশী, তাহলে অবশ্যই তারা আগেই (নামাযের জন্য) আসতো।”
[বুখারী: ৬১৫, মুসলিম: ৯৮১]
বাংলাদেশ সময়: ১২:২৪:৫২ ১১৩ বার পঠিত