লেবাননের রাজধানীর দক্ষিণে রবিবার ভোরে ইসরাইলের দুইটি ড্রোন বিমান ভূপাতিত করা হয়েছে বলে হিজবুল্লাহ’র পক্ষ থেকে দাবি করা হয়েছে। হিজবুল্লাহ’র এক কর্মকর্তা এএফপিকে জানান, একটি ড্রোন ভূপাতিত করা হয়, অপরটি আকাশে বিস্ফোরিত হয়।
লেবানন সীমান্তের কাছাকাছি সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার কয়েক ঘন্টা পরেই এই ড্রোন ভূপাতিত করা হয়, তবে এই ড্রোন ইসরাইলের না অন্য কারো তা নিশ্চিত হওয়া যায়নি।
হিজবুল্লাহ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন ধাহয়িয়েহ এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি এলাকায় মাটিতে পড়ার আগ মুহূর্তে বিস্ফোরিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০২:২০ ১৬৪ বার পঠিত