‘বাবা বললেন, বঙ্গবন্ধুর বিপদ, আমাকে যেতেই হবে’ - কঙ্কা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বাবা বললেন, বঙ্গবন্ধুর বিপদ, আমাকে যেতেই হবে’ - কঙ্কা
রবিবার, ২৫ আগস্ট ২০১৯



---

‘বাবা বললেন, বঙ্গবন্ধুর বিপদ, আমাকে যেতেই হবে’।
১৯৭৫ সালেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শহীদ তৎকালিন রাষ্ট্রপতির সামরিক সচিব কর্নেল জামিল আহমেদের কন্যা বেগম আফরোজা জামিল কঙ্কা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ রোববার সকালে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মহাফিলে বক্তৃতাকালে এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজধানীর আগারগাঁওয়ে ‘আইসিটি টাওয়ার’ অডিটোরিয়ামে ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর কঙ্কা ছিলেন প্রধান বক্তা।
আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম. রহমতুল¬াহ, ও সাবেক সচিব ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খান।
বেগম আফরোজা জামিল কঙ্কা বলেন, দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছিলো অপার আস্থা। তার ডাকে সাড়া দিয়ে সবাই স্বতস্ফুর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো।
তিনি বলেন,‘’৭৫’র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ওপর হামলার খবরে যখন তৎকালিন সেনাপ্রধানসহ প্রভাবশালী অনেক কর্মকর্তা খেই হারিয়ে ফেলেন, তখন নিজের কর্তব্যের ডাকে বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে যান তৎকালীন রাষ্ট্রপতির সামরিক সচিব আমার বাবা কর্নেল জামিল আহমেদ। বাবা সিভিল ড্রেসেই বঙ্গবন্ধুর বাসভবনের দিকে রওনা হন। মা একটু ইতস্তত করছিলেন। বাবা বললেন, বঙ্গবন্ধুর বিপদ, আমাকে যেতেই হবে।’
বাবা সেদিন যেতে পারেননি উল্লেখ করে কঙ্কা বলেন,৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে পৌঁছানোর আগেই সোবহানবাগ মসজিদের কাছে বাবাকে গুলি করে হত্যা করা হয়।
প্রধান অতিথি পলক বলেন,বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা দেশের নন, তিনি ছিলেন বিশ্বের অবিসংবাদিত নেতা।
আজ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ’৭৫’র ১৫ ও ২০০৪ সালের ২১ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ (এক) মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপরই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

বাংলাদেশ সময়: ২০:৩২:২৫   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ