আবারও বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা। ম্যাচটিতে ৪ গোল করেছে আল-আমিন।
কলকাতার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ৩টি গোল করে লাল সবুজের জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কা একটি গোল শোধ করলেও হজম করে চারটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে তারা হারিয়েছিল ৫-২ গোলে ব্যবধানে।
ম্যাচের ৩২তম মিনিটে গোলের সূচনা করে আল-আমিন। ৪২তম মিনিটে গোল করেন রকিবুল। ৪৪ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে আল-আমিন।
দ্বিতীয়ার্ধে এসে তিন মিনিটের মাথায় গোল করে আল-মিরাদ। এর দুই মিনিট পর নিজেদের ভুল একটি গোল হজম করে তারা। এক ডিফেন্ডার ঠিকমতো বল না পারলে ফাঁকায় বল পেয়ে গোল করে ব্যবধান কমান শ্রীলঙ্কার ফরোয়ার্ড ইনসান মোহাম্মদ মিহরান।
৫৯তম মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। এতেই নিজের হ্যাটট্রিক আদায় করে নেয় আল-আমিন। আট মিনিট পর বদলী খেলোয়াড় গোলাম রাব্বি দলের হয় ষষ্ঠ গোলটি করে। ১তম মিনিটে শেষ গোল করে আবারও আল-আমিন।
বাংলাদেশ সময়: ২০:৩৯:০৯ ২০০ বার পঠিত