বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে সোমবার এ দুই নেতার বৈঠক হবে।
এতে জম্মু-কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে মধ্যে আলোচনা হতে পারে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য বিষয়ও আলোচনায় আসতে পারে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চান কাশ্মীরের আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও সেখানকার মানবাধিকার রক্ষার বিষয়ে তিনি কি ভাবছেন।
এদিকে মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট সব দিক নিয়েই কথা বলতে চান। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট আশা করেন কাশ্মীরের ওপরে জারিকৃত নিষেধাজ্ঞা তুলে নেবে ভারত।
বাংলাদেশ সময়: ১৩:২২:৪৫ ৯০ বার পঠিত