নিরাপদ দুধ উৎপাদনে প্রাণ ডেইরির খামারীদের নিয়ে আলোচনা সভা

প্রথম পাতা » অর্থনীতি » নিরাপদ দুধ উৎপাদনে প্রাণ ডেইরির খামারীদের নিয়ে আলোচনা সভা
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯



---

নিরাপদ দুধ উৎপাদনে করণীয় সম্পর্কে প্রাণ ডেইরির খামারীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিরাজগঞ্জের শাহাজাদপুরে প্রাণ ডেইরি কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচকরা নিরাপদ দুধ নিশ্চিত করতে গাভীর খাদ্যাভাস ও সঠিক চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া স্বাস্থ্যসম্মতভাবে গাভী লালন-পালন,দুগ্ধ দোহন,সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে পরামর্শ দেন।
আলোচকরা বলেন,গাভীকে অ্যান্টিবায়েটিক ব্যবহারে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিবায়েটিক ব্যবহার করলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গাভীর দুধ নেয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া দূষিত পানি ও ঘাসের মাধ্যমে গাভীর শরীরে জীবানু প্রবেশ করতে পারে। এজন্য গাভীকে নিরাপদ ও গভীর নলকূপের পানি দেয়ার জন্য আলোচনা সভায় পরামর্শ দেন তারা।
প্রাণ ডেইরি লিমিটেডের চিফ ডেইরি এক্সটেনশন ডা: রাকিবুর রহমান বলেন,‘প্রাণ ডেইরির দেশের উত্তরাঞ্চলে পাঁচটি হাবে ১২ হাজার চুক্তিভিত্তিক গোখামারী রয়েছে। নিরাপদ দুধ উৎপাদনে খামারীদের সচেতনতায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে শাহাজাদপুর পৌর মেয়র নাসির উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান ভূঁইয়া,শাহাজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আফরোজা আকতার সুলতানা,উল্লাপাড়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও ফুড সেফটি অথরিটির প্রতিনিধি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৫৮   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ