মহাসড়কের একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহাসড়কের একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯



---

বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন। একই স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং পার হতে গিয়ে নারী মারা যান।

নিহত হলেন- মহিপুর এলাকায় মৃত আব্দুল হামিদের স্ত্রী আমেনা বেগম (৫০) ও অপর ৩ জনের নাম জানা যায়নি। আহতরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের তইব আলীর ছেলে রাসেল (২২), গাইবান্ধার সাদুল্লাপুর থানার ছোটগাছা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মেহেদী হাসান (২০) ও বরিশালের বাকেরগঞ্জ থানার সাহেবপুর গ্রামের রফিক হাওলাদরের ছেলে শাহিন (৩০)।

জানা গেছে, বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কলা বোঝাই ও রড বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত রডবোঝাই ট্রাকের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রড বোঝাই ট্রাকের হেলপার এবং কলা বোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এছাড়া আরো তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার কারণে ভোর ৫টা থেকেই ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে নাতি শাহরিয়ারকে (৭) স্কুল বাসে উঠিয়ে দেয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় একই স্থানে সকাল সাড়ে ৭টায় বাস চাপায় আমেনা বিবি (৫৫) নামের একজন নারী নিহত হয়েছেন। ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা যায়নি।

শেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক আহম্মেদ ও ফিরোজ আহম্মেদ বলেন, তিনটি ট্রাকের সংঘর্ষের কারণে দুর্ঘটনার পর থেকেই প্রায় ৩ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ট্রাকগুলি সরিয়ে নেয়ার পর সকাল সাড়ে ৭টায় চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১৮   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ