অযত্ন-অবহেলায় ধ্বংস হচ্ছে কোটি টাকার সরকারি গাড়ি

প্রথম পাতা » গাজীপুর » অযত্ন-অবহেলায় ধ্বংস হচ্ছে কোটি টাকার সরকারি গাড়ি
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯



---

গাজীপুরের শ্রীপুরের তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের সীমানা প্রাচীরে ভেতরে বেশ কিছু গাড়ি খোলা আকাশের নিচে পড়ে থেকে এখন ধ্বংস হওয়ার পথে। যুগের পর যুগ সরকারি এসব গাড়ি এই স্থানে পড়ে ধ্বংস হলেও তা রক্ষায় কার্যত কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব গাড়ির প্রকৃত সংখ্যা বা এ সম্পর্কিত তথ্যও সংরক্ষিত নেই তাদের কাছে।

শ্রীপুরের তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের তথ্য অনুযায়ী, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান বস্ত্রের প্রধান কাঁচামাল তুলা বন্ধ করে দেয়ায় ১৯৭২ সালে বাংলাদেশ সরকার তুলা চাষ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড গঠন করে। বর্তমানে সারাদেশে ৫টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তুলা চাষ সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫২ একর আয়তনের গাজীপুরের শ্রীপুরের কেন্দ্রীয় খামার অন্যতম। দীর্ঘদিন ধরে এসব খামারের যান্ত্রিক ক্রুটিযুক্ত গাড়িগুলো বিভিন্ন সময় তাদের সংরক্ষণের স্থানের সংকুলান না হওয়ায় তা শ্রীপুরের এই খামারে আনা হয়। তবে এসব গাড়ির বিষয়ে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত না আসায় এখানে খোলা আকাশের নিচে গাড়িগুলো পড়ে রয়েছে যুগের পর যুগ। বর্তমানে এই খামারে খোলা আকাশের নিচে ২২টি যানবাহন ধ্বংস হওয়ার চিত্র পাওয়া গেলেও কাগজপত্র অনুযায়ী গাড়িগুলোর প্রকৃত তথ্য সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। গাড়িগুলোর মধ্যে রয়েছে জিপ, মিনিবাস ও ট্রাক। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।

এ বিষয়ে শ্রীপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের তুলা কৃষিবিদ জিএম ফরহাদ হোসাইন জানান, খামার প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে অন্যান্য খামার থেকে এই গাড়িগুলো এনে এখানে রাখা হয়েছে। তবে এই গাড়িগুলোর বিষয়ে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কোটি টাকা মূল্যের এই গাড়িগুলো খোলা আকাশের নিচে পড়ে ধ্বংস হলেও গাড়িগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

বাংলাদেশ সময়: ১৩:২৫:১৯   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ