নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় ফাইভস্টার হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মরুপদহ গ্রামের ইকতার আলীর ছেলে সজিব (১৯) ও একই এলঅকার গঙ্গাতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (২০)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন আরটিভি অনলাইনকে জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে শুক্রবার রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘জে,আর. পরিবহনের’ (ঢাকা মেট্রো ব ১৪-৬৮৯০) যাত্রীবাহী বাসের বাংকারের চারটি স্কুল ব্যাগ থেকে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা ব্যাগগুলো নিজেদের এবং ঢাকায় নিয়ে বিক্রয় করার কথা বলে স্বীকার করেছে। বাসটি তল্লাশির সময় অপর দুইজন পালিয়ে গেছে বলে জানা যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সরোয়ার জাহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটককৃতদের জেলে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০০:১৫ ২৪৪ বার পঠিত