নূরকে ফেরাতে বাংলাদেশকেই উদ্যোগ নিতে হবে - কানাডার মন্ত্রি

প্রথম পাতা » আন্তর্জাতিক » নূরকে ফেরাতে বাংলাদেশকেই উদ্যোগ নিতে হবে - কানাডার মন্ত্রি
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯



---

কানাডার সীমান্ত নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, কানাডায় কমিউনিটির মধ্যে বাংলাদেশিরা বেস্ট। তাঁরা নিষ্ঠাবান, পরিশ্রমী এবং সৎ। আমার নির্বাচনী এলাকায় হাজার-হাজার কানাডিয়ান-বাংলাদেশি, সেজন্য আমি গর্বিত।

শনিবার স্থানীয় সময় ৪টায় বিল ব্লেয়ার নির্বাচনী ক্যাম্প উদ্বোধনীর পর ইত্তেফাকের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে বিল ব্লেয়ার বলেন, বাংলাদেশের সাথে কানাডার অত্যন্ত সুসম্পর্ক। সেজন্য রোহিঙ্গা শরণার্থী সমস্যায় কানাডা নানা ভাবে এগিয়ে এসেছে এবং মানবাধিকার লংঘনের জন্য অং সান সুচির সম্মানজনক নাগরিকত্ব বাতিল করা হয়েছে। মানবাধিকার লংঘন করে বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি নূর চৌধুরী কানাডা অবস্থান করেছে, সেক্ষত্রে কানাডা তো নূরকে ফেরত দিচ্ছে না কেনো? এই প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, এটা আইনের ব্যাপার।

পাল্টা প্রশ্নের জবাবে কুড়ি বছর পুলিশ সার্ভিস এবং দশ বছর টরন্টোর পুলিশ প্রধান হিসেবে থাকা বর্তমান সীমান্ত নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ দায়িত্বে নিয়োজিত মন্ত্রি বলেন, তাকে ফেরত দেয়া উদ্যোগ বা বন্দি বিনিময় চুক্তির ব্যাপারে বাংলাদেশকেই এগিয়ে আসতে হবে।

বিল ব্লেয়ার আরো বলেন, গতকাল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে আমার দেখা হয়েছে, তখন আমরা দু’দেশের নানা বিষয় নিয়ে কথা বলেছি। সেখানে হাই কমিশনার এবং কনস্যুলার জেনারেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর কানাডার কেন্দ্রীয় সরকার নির্বাচনে বিল ব্লেয়ার বাঙালি অধ্যুষিত এলাকা টরন্টোস্থ স্কারবোরো সাউথ-ওয়েস্ট আসনের লিবারেল প্রার্থী হয়ে আবারো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আজ তাঁর নির্বাচনী ক্যাম্প উদ্বোধনীর সময় বিপুল সংখ্যক গণ্যমান্য বাঙালিও উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রি এবং বাংলাদেশ-কানাডা পার্লামেন্টের প্রাক্তন চেয়ারপার্সেন মারিয়া মিন্না।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৫৮   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ