ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সজল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি ও ছিনতাইকারী বলে ভাষ্য আইনশৃঙ্খলা বাহিনীটির। তার বিরুদ্ধে ছয়টির মতো মামলাও আছে। আহত হয়েছেন দুই পুলিশ সদস্যও।
শনিবার দিবাগত রাতে ময়মনসিংহ কোতয়ালি থানাধীন মধ্যবারেরা (নিজাম নগর) জামালপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সজল ময়মনসিংহ কোতয়ালি মডেল থানাধীন কৃষ্টপুর (কৃষ্টপুর দিলরওশন মসজিদ) এলাকার আরজু মিয়ার ছেলে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডিবির একটি দল রাতে কোতয়ালি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায়। নিজামনগর মধ্য বারেরা জামালপুর বাইপাস এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবির দলটি ওই এলাকায় গেলে অস্ত্রধারী মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাদের গুলিতে দুই পুলিশ সদস্য এএসআই আনোয়ার হোসেন এবং কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়।
পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি ছোঁড়ে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে সেখানে কারবারি সজল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের পর সজলের কাছ থেকে একটি চাকু, ১০০ গ্রাম হেরোইন ও ঘটনাস্থল থেকে আরও দুটি চাকু উদ্ধার করা হয়।
নিহত সজলের বিরুদ্ধে চারটি মাদকের মামলাসহ ছয়টির মতো মামলা আছে।
বাংলাদেশ সময়: ১২:৪০:০৪ ২৩৯ বার পঠিত