“সত্যের স্পর্ধিত উচ্চারণ” গ্রন্থটি অনন্য অসাধারণ সৃষ্টি - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » “সত্যের স্পর্ধিত উচ্চারণ” গ্রন্থটি অনন্য অসাধারণ সৃষ্টি - স্পীকার
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯



---

ঢাকা, ০৮সেপ্টেম্ব, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, “সত্যের স্পর্ধিত উচ্চারণ” গ্রন্থটি অনন্য অসাধারণ সৃষ্টি। গ্রন্থটি জাতীয় সংসদে মঈন উদ্দীন খান বাদল এমপির বক্তব্যের সংকলন। জনগণের নিকট দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাঁর বক্তব্য অত্যন্ত নিপুন, দরদ, ভালবাসা ও আবেগে ভরপুর বলে স্পীকার উল্লেখ করেন। তিনি বলেন, এ গ্রন্থটি সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও বিকাশে গুরুত্ব ভূমিকা রাখবে।
আজ রবিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মঈন উদ্দীন খান বাদল এমপি রচিত “সত্যের স্পর্ধিত উচ্চারণ” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

স্পীকার বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল এমপি দেশ, জনগণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সকল সময় সরব থেকেছেন সংসদ কার্যক্রমে। অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে তিনি জনগণের পক্ষে বক্তব্য রেখে চলেছেন সংসদে। জাতীয় সংসদে তাঁর বক্তব্য সম্বলিত পুস্তিকা ভবিষ্যত প্রজন্মের জন্য রেফারেন্স হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
---

ড. শিরীন শারমিন বলেন, মঈন উদ্দীন খান বাদল এক দক্ষ পার্লামেন্টেরীয়ান। তিনি তাঁর বস্তুনিষ্ঠ সমালোচনার মাধ্যমে সংসদকে প্রান্তবন্ত করে রাখেন। তাঁর রয়েছে একটা নিজস্ব প্রতিবাদী সত্ত্বা। স্পীকার বলেন, সংসদে তিনি কার্যপ্রণালী বিধি মেনে ও নির্ধারিত সময়ের মধ্যে সুচিন্তিত বক্তব্য রাখেন- যা স্পষ্ট। তাঁর বক্তব্যে গভীর রাজনীতি, দর্শন ও ইতিহাস খুজেঁ পাওয়া যায় বলে স্পীকার উল্লেখ করেন।
এ সময় স্পীকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
গ্রন্থটির প্রকাশক সেলিনা খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সিদ্দীক আহমেদ, বীর উত্তম ও বীর বিক্রম এ, ডব্লিউ চৌধুরী, বিজেএমইএ এর সভাপতি ড. রুবানা হক, ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪:০৫:২৪   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ