স্পীকারের সাথে কানাডার সিনেটরের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে কানাডার সিনেটরের সাক্ষাৎ
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯



---

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কানাডার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ রবিবার জাতীয় ভবনে নিজ কার্যালয়ে কানাডার সিনেটর মিজ. মেরিলোউ ম্যাকফেডরান  এর সাথে সাক্ষাতকালে তিনি এ আহবান জানান।
সাক্ষাতকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশে কানাডার বিনিয়োগ, ও রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পীকার বলেন, কানাডার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর সুসম্পর্ক রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দু’দেশের মধ্যেকার পারস্পরিক সহযোগিতার সূত্রপাত হয়েছিল বলেও তিনি এ সময় উল্লেখ করেন।
স্পীকার বলেন, বর্তমান সরকার সারা দেশে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। এসব অঞ্চলে বিনিয়োগে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ইতোমধ্যে বিনিয়োগ অঞ্চলে অনেক দেশ বিনিয়োগ করেছে উল্লেখ করে তিনি কানাডা সরকারকে বাংলাদেশে পাটজাত দ্রব্য, ঔষধ, তৈরি পোশাক শিল্প, নবায়নযোগ্য বিদ্যুৎ, জ্বালানী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের আহবান জানান।
স্পীকার বলেন, রোহিঙ্গা সমস্যা এখন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্য মানবিক সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকগণ যাতে নির্ভয়ে নিজ দেশে শান্তিপূর্ণভাবে প্রত্যাবর্তন করতে পারে সেটা নিশ্চিত করা জরুরী।
কানাডার সিনেটর বলেন, কানাডা সরকার বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এসময় তিনি বাংলাদেশ থেকে ঔষধ ও পাট পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে কানাডা সরকারের অবস্থানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে স্পীকারকে আশস্থ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার মি. বেনোইট প্রিফন্টাইন  ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:০১   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ