বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুক‚ : ২৪
৭৪. তোমরা স্মরণ কর সেই বিষয়টি যখন তিনি আদ জাতির পর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, আর তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, তোমরা সমতল ভ‚মিতে প্রাসাদ ও পাহাড় কেটে ঘর নির্মাণ করছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে দিও না।
আল হাদিস
৬১ নং পরিচ্ছেদ
উম্মতের শাফায়াতের জন্য নবী (সা)-এর দোয়া সংরক্ষিত রাখা সম্পর্কে
১২১। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, প্রত্যেক নবীরই গ্রহণযোগ্য একটা দোয়া থাকে। আল্লাহ চান তো আমার দোয়াটি আমি হাশরের দিন আমার উম্মতের শাফায়াতের জন্য সংরক্ষিত রাখতে চাই। (বুখারী-কিতাবুত তাওহীদ)
বাংলাদেশ সময়: ১২:৪৬:২২ ১৯২ বার পঠিত