নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯



---

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার রাত ১ টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে নির্বাচন ভবনে আগুন লেগেছ। আমরা নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্ব ঘটনার কারণ খুঁজে বের করার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।

কমিটির সদস্যদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, এনআইডি বিভাগের পরিচালক, গণপূর্তের একজন কর্মকর্তা ও একজন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন বলে জানান মাহবুব তালুকদার।

তিনি বলেন, কমিটিকে আগামী তিন কার্যদিবস তথা ১২ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত সিইসি আরও বলেন, প্রধান নিবাচন কমিশনার দেশের বাইরে আছেন। তাকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন।

প্রসঙ্গত, রোববার রাত ১১টা ৬ মিনিটে ১২ তলাবিশিষ্ট নির্বাচন কমিশনের ভবনের বেজমেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে।

ইসির একটি সূত্র জানায়, নির্বাচন কমিশন ভবনের বেসমেন্টে এক পাশে নতুন ইভিএম মেশিন রাখা ছিল। যেদিকে ইভিএম রাখা ছিল সেদিকেই আগুন লাগে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:১৪:১৬   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ