বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুক‚ : ২৪
৭৬. দাম্ভিকরা বললো, ‘তোমরা যার উপর ঈমান এনেছ আমরা তা প্রত্যাখ্যান করি।’
৭৭. অতঃপর তারা সেই উষ্ট্রীটিকে মেরে ফেললো এবং গর্ব ও দাম্ভিকতার সাথে তাদের রবের নির্দেশের বিরুদ্ধাচরণ করলো এবং বললো ‘হে সালেহ! তুমি সত্য রাসূল হয়ে থাকলে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আস।’
৭৮. সুতরাং ভ‚মিকম্প তাদেরকে গ্রাস করে নিলো, ফলে তারা নিজেদের ঘরের নতজানু হয়ে পড়ে রইল।
আল হাদিস
৫৫ নং পরিচ্ছেদ
সিদরাতুল মুনতাহার বিবরণ
১১০। আবু ইসহাক শায়বানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যির ইবনে হুবাইশ-এর নিকট আল্লাহ তা‘আলার বাণী
অর্থাৎ ধঁনুকের দুই সিলা কিংবা তার চেয়েও কম দূরত্ব ছিল। তারপর আল্লাহ তার বান্দার উপর যে ওহী নাযিল করার তা নাযিল করলেন” এর ব্যাখ্যা জিজ্ঞেস করেছিলাম। তখন তিনি বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) আমাদের কাছে বর্ণনা করেছেন। যে, রাসূলুল্লাহ (সা) জিব্রাঈল (আ)-কে দেখেছেন যে, তাঁর ছয়শো ডানা ছিল।
(বুখারী-কিতাবুল খাল্ক)
বাংলাদেশ সময়: ১৪:৪২:২৯ ২২৪ বার পঠিত