ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সিদ্দিকুর রহমান। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেলে আটজনের মৃত্যু হলো।
সিদ্দিকুর রহমানের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর এলাকার কবিরাজপুর গ্রামে। তিনি স্থানীয় কবিরাজপুর ইউনিয়নের দফাদারের (গ্রাম পুলিশ) চাকরি করতেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেখান থেকে সোমবার বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে না ফেরার দেশে চলে যান সিদ্দিকুর।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, ফরিদপুরে এ পর্যন্ত ২২২৩ জন ডেঙ্গু রোগে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন আটজন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫ জন রোগী ডেঙ্গু রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০২:৫৪ ১৪১ বার পঠিত